বুধবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি -৪ মন্ডলে তথা কাঁথি নগরের ৬,১১ ও ১ নং ওয়ার্ডে সকলের মঙ্গল কামনায় মন্দিরে পূজো নিবেদন করে, জনসম্পর্ক কর্মসূচীর মধ্য দিয়ে জনসাধারণের দরবারে উপনীত হয়ে তাঁদের সঙ্গে আলাপচারিতা ও কুশল বিনিময় করেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।
জনসম্পর্ক কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঘনশ্যামলা দাস, দক্ষিণ কাঁথি -৪ মন্ডলের সভাপতি ও ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস,মন্ডল সহ-সভাপতি বুদ্ধদেব মান্না,মন্ডলের সম্পাদিকা সঙ্গীতা মান্না প্রমুখ নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকগন।
Author: ekhansangbad
Post Views: ৫৪