পূর্ব মেদিনীপুর জেলার টেলি টাওয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাঁথি লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকার সমর্থনে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে কেয়ারটেকারদের নিয়ে একটি সভায় হয়। টেলি টাওয়ার অ্যাসোসিয়েশনের প্রধান কর্মকর্তা কাঁথি লোকসভার প্রার্থী উত্তম বারিক ।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেলি টাওয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ দে,দীপক সার, গৌরীশংকর মিশ্র, বাবু চৌধুরী, মির্জা শামসের বেগ, শেখ তাহের প্রমূখ।
প্রদীপ দে বলেন টেলি টাওয়ার অ্যাসোসিয়েশন অনেক চড়াই-উতরাই পার করেছে এর আগেও টেলি টাওয়ার এসোসিয়েশন উপর অত্যাচার করেছিল শুভেন্দু অধিক্স্রী। আমাদের নেতৃত্ব উত্তম বারিককে মিথ্যা কেসে জেলে পাঠিয়েছিল, সময় এসেছে উত্তর দেওয়ার। বলেন অধিকারীদেরকে বুঝিয়ে দিতে হবে সময় খুব বলবান, আগামী ২৫ মে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে এই অধিকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। এই মিটিংয়ে পাঁচ শতাধিক কেয়ারটেকার উপস্থিত ছিল।