Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রচারে শেষ মুহূর্তে সৌমেন্দু অধিকারীর  সমর্থনে “বিজয় সংকল্প সভা”।

বৃহস্পতিবার প্রচারের শেষ লগ্নে  কাঁথি লোকসভা কেন্দ্রের নীলপুরে কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারীর  সমর্থনে “বিজয় সংকল্প সভা” অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও শুভেন্দু অধিকারী।

“বিজয় সংকল্প সভা’য়” অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক উমেশ রাই, কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী,জেলা সাধারণ সম্পাদক ও চিফ ইলেকশন এজেন্ট ড. চন্দ্রশেখর মন্ডল, উত্তর কাঁথি বিধানসভার বিধায়ক সুমিতা সিনহা,উত্তর কাঁথি বিধানসভার কো-ইনচার্জ কণিষ্ক পন্ডা,উত্তর কাঁথি বিধানসভার কনভেনর গৌতম পয়ড়্যা,উত্তর কাঁথি বিধানসভার কো-কনভেনর পলাশ দাস, জেলা পরিষদ সদস্য ও জেলা স্পেশাল ইনভাইটি মেম্বার প্রদীপ বর,উত্তর কাঁথি -৩ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মন্ডল, উত্তর কাঁথি -১ মন্ডলের সভাপতি দেবদাস মাইতি, উত্তর কাঁথি -৩ মন্ডলের সভাপতি বিপুলেশ ধাড়া, উত্তর কাঁথি -৪ মন্ডলের সভাপতি অনুপ পন্ডা, দেবেন্দ্র গ্রাম পঞ্চায়েতের  প্রধান কামিনী খুঁটিয়া জানা ও উপ-প্রধান রাজারাম মাইতি প্রমুখ নেতৃবৃন্দ এবং অগণিত দলীয় সমর্থকগন।

তারপর ভগবানপুর বিধানসভার ভগবানপুর ২ ব্লক এলাকার অর্জুন নগরে বিজয় সংকল্প যাত্রা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read