ফের উত্তেজনা নন্দীগ্রামে ।এবার গোপনে এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ।অগ্নিকান্ডের জন্যে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে ।শনিবার ভোট গ্রহনের আগে চরম উত্তেজনা তৈরী হয়েছে নন্দীগ্রামে।উল্লেখ এই বিধানসভা কেন্দ্রটি তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
তমলুক লোকসভা আসনে বিজেপির প্রার্থী কলকাতা উচ্চ আদালতের প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলী।তৃনমূলের প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য।
বুধবার গভীর রাত্রে সোনাচুড়ায় এক মহিলার খুনের ঘটনা ঘটেছে।মৃতার ছেলে সহ আহত আরো কয়েকজন।এরা সকলেই বিজেপির সমর্থক।এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে উতপ্ত হয়ে উঠে এলাকা।
সেই রেস কাটতে না কাটতে বিজেপির অঞ্চল সভাপতি বাড়িতে আগুন লাগানো হয়েছে। যার বাড়িতে আগুন লাগানো হয়েছে সেই বিজেপি ন্নেতার নাম কার্তিক দোলুই।
কার্তিক বাবুর ভাই গুরুপদ দোলাই বলেন বৃহস্পতিবার সকালের ঘটনার রেস পড়েছে তার দাদার পরিবারের উপর ।
যদিও তৃনমূল দাবি করেছে তাদের কেউ এই ঘটনার সাথে জড়িত নয়।কে আগুন লাগিয়েছে,কেন আগুন লাগয়েছে পুলিশ তদন্ত করলেই পরিস্কার হয়ে যাবে