Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঁথির বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন।

একদিকে যখন ভোট শুরু হয়েছে অন্যদিকে এদিনই আবার ঘূর্ণিঝড় রিমলের আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে জানা যায় শনিবার বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।



এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় ল্যান্ড ফল করবে। আবার অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি শনিবার ভোররাতের পর ল্যান্ডফল করবে। আর এরই প্রভাবে শনিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় রিমল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি ভালোই প্রভাব ফেলবে পূর্ব মেদিনীপুর জেলায়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আগেই বিভিন্ন বুথে ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে লম্বা লাইন দিয়েছে।  একদিকে নির্বাচন অন্যদিকে ঘূর্ণিঝড় এই দুইয়ের মোকাবেলা করতে প্রস্তুত প্রশাসন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read