শনিবার ভোররাত থেকেই জেলার সব জায়গায় অল্প-বিস্তর শুরু হয়েছে বৃষ্টি। সব মিলিয়ে বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।২৫টি বিডিও অফিসেই খোলা হয়েছে দুর্যোগ মোকাবিলা দফতর। চলছে বিশেষ নজরদারি। পাশাপাশি সতর্ক করা হয়েছে নদী ও সমুদ্রের ধারে থাকা মানুষজনকে।সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের।
শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি।
মেদিনীপুর জেলায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসাবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা থানার পুলিশ দিঘায় মাইকিং করা শুরু করেছে।
২৫ মে শনিবার বিকেলের পর সন্ধ্যে থেকে দিঘা জুড়ে মাইকিং করে সতর্কবার্তা জারি করছে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ। দিঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দিঘায় আসা পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে প্রশাসন।