রঞ্জন দাশ ও সায়ানি দাশর দ্বারা সঞ্চালিত সাংস্কৃতিক সংস্থা প্রয়াশ ফাউন্ডেশনের তাত্বধানে “মেলবন্ধন” আন্তর্জাতিক নৃত্যউৎসব ২০২৪ র আয়োজন জ্ঞান মঞ্চ সভাগার কোলকাতাতে করা হয়। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের নৃত্য শিল্পীরা একক নৃত্যে , দ্বৈত নৃত্য ও দলগত নৃত্য পরিবেশন করেন । অনুষ্ঠানে র উদ্বোধন কোলকাতার প্রতিষ্ঠিত নৃত্য শিল্পীরা দ্বীপ জ্বালিয়ে করেন , অনুষ্ঠানে সমস্ত অতিথিদের সংস্থার দ্বারা সম্মানিত করা হয়।
অনুষ্ঠান এ কথক নৃত্য গুরু অঞ্জু ভট্টাচার্জির শিষ্যা তন্বিষ্যা চক্রবর্তী কথক নৃত্যের অসাধারণ নৃত্য প্রস্তুতি দিয়ে উপস্থিত দর্শকদের নজর কাড়লেন। অনুষ্ঠানে নৃত্যে গুরু পৌশালী মুখার্জি ও নৃত্য শিল্পী রঞ্জন দাশে , কৌশিক ঘোষের পরিচালনায় নৃত্যে শিল্পীরা দলগত নৃত্যে ও ভরতনাট্যম শিল্পী অতনু দাশ একক পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করলেন। অনুষ্ঠানের শেষে শিল্পীদের সম্মান করা হয়। অনুষ্ঠানে মোট ২৩ জন শিল্পী নৃত্যে পরিবেশন করেন।