Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামনগরে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রস্তুত প্রশাসন

রেমল ঘূর্ণিঝড় মোকাবেলায় রামনগর ১ও ২ ব্লক প্রশাসন প্রস্তুত। আজ রবিবার রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন রেমাল মোকাবেলার জন্য প্রস্তুত। নজর রাখা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা সহ বিধানসভা এলাকার মানুষ যাতে কোন রকম সমস্যায় না পড়ে তার জন্য। তিনি বলেন দীঘা থেকে জুনপুট সমুদ্র উপকূলবর্তী এলাকার খোঁজখবর নিয়েছেন। সমস্ত বিপর্যয় মোকাবেলা সেন্টার গুলিকে প্রস্তুত করা হয়েছে। রামনগর দুটি ব্লকে এবং ১৭টি গ্রাম পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকার ৫০০ মিটারের মধ্যে বসবাসকারী মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। দীঘা থানা ও দীঘা মোহনা থানা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেছে। সমস্ত জায়গায় আলো, পানীয় জল শুকনো খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীঘা, মন্দারমনি ও তাজপুর হোটেলিয়ারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্যটকদের উপরে নজর রাখার ব্যবস্থা করেছে।

পর্যটকদের হোটেলে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।   বিদ্যুৎ দপ্তরকে সতর্ক করা হয়েছে যাতে তারা দুর্ঘটনা এড়ানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে। এছাড়াও তারছিড়ে পড়লে বা খুটি ভাঙ্গলে দ্রুততার সঙ্গে মেরামতি করে যাদের বিদ্যুৎ সরবরাহ ঠিক ঠাক রাখা যায় তার জন্যও সতর্ক করা হয়েছে। তিনি আরো বলেন প্রশাসনিকভাবে মোকাবেলার জন্য যেভাবে সমস্ত দিক প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি দলীয় সংগঠনকেও সতর্ক রাখা হয়েছে। রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন রেমল মুকাবিলা করার জন্য যা যা প্রস্তুত রাখার দরকার, সবই ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ যাতে কোনো রকম অসুবিধায় না পড়ে তার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। সমস্ত মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read