লোকসভা নির্বাচনের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের ভোট পরবর্তী হিংসা শুরু হলো পটাশপুর ১ ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ পটাশপুর ১ ব্লকের বড়হাট এলাকার বিজেপির যুব মোর্চার কার্যকর্তা মিলন বেরা কে রবিবার রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দুষ্কৃতকারীরা বেধড়ক মারধর করে। চৈতন্য অবস্থায় তাকে একটি জঙ্গলে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পটাশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বিজেপি নেতা তাপস মাঝি বলেন রবিবার বিকেল তিনটা নাগাদ মিলনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। বেধড়ক মারধর করার পরে সংজ্ঞা হারালে তাকে একটি পরিত্যক্ত ঝোপের ধারে ফেলে দিয়ে যায়।
স্থানীয়রা সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকতে দেখতে পেলে বহু মানুষ জড় হয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয় এবং তাকে দ্রুততার সঙ্গে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাপস বাবুর অভিযোগ লোকসভা নির্বাচনে মিলন সক্রিয়ভাবে কাজ করেছিল। সেই রাগে তাকে তুলে নিয়ে যায় এবং মারধর করে। তার হাত পা ভেঙে দিয়েছে বলে তিনি জানান। তুমি অভিযোগ করে বলেন তৃণমূল অশান্ত করতে চাইছে। কিন্তু তা হতে দেওয়া হবে না। এলাকার শান্তি বজায় রাখতে যা যা করণীয় আমরা করব। দোষীদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এই অভিযোগ তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ কান্তি পন্ডা অস্বীকার করেছেন। তিনি বলেন এই কাজের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। বিজেপি মিথ্যা অভিযোগ তৃণমূলের ঘাড়ে চাপাচ্ছে। পটাশপুর থানা সূত্রে জানো গেছে সোমবার দুপুর পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ হলে তদন্ত করে দেখবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।