রেমাল ঝড়ের দাপটে গাছপালা ভেঙে এবং বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ও লাইন ছুঁড়ে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বিস্তীর্ণ গ্রামীণ এলাকা। বিদ্যুৎ না থাকার কারণে প্রতিটি গ্রামে সাবমার্সিবল পাম্প থেকে জল তোলা যাচ্ছে না। যার কারনে পানীয় জলের চরম সংকট সৃষ্টি হয়েছে গ্রামীন এলাকাগুলিতে। সেই সংকটমোচনের জন্য এগিয়ে এলো রেড ভলেন্টিয়ার এর স্বেচ্ছাসেবক বৃন্দ। মেশিন ভ্যানে জেনারেটর নিয়ে গিয়ে জেনেটার চালিয়ে সবমার্সিবল পাম্প গুলোকে সচল করে ট্যাংকে জল ভর্তি করা হচ্ছে।
যার ফলে গ্রামীন এলাকায় পানীয় জলের সংকট দূর করছে এই রেড ভলেন্টিয়ার টিম। এছাড়াও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করছেন সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ।এমনই দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও খেজুরির বিস্তীর্ণ এলাকায়।
Author: ekhansangbad
Post Views: ১০৩