প্রদীপ কুমার সিংহ :- আবহাওয়া দপ্তরের খবর ছিল আগেই কলকাতা সহ সুন্দরবনের উপর থেকে হিমেল ঝড় বয়ে যাবে ১২০ থেকে ৩০ কিলোমিটার বেগে। রবিবার সন্ধ্যার পর থেকে সেই ঝড় হতে শুরু করে তাই বিভিন্ন জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাজপুর সোনারপুর পৌরসভা একাধিক অঞ্চলে বিদ্যুৎহীন হয়। মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তাই সকাল থেকেই পৌরসভার কর্মীরা নানান জায়গায় গাছ কাটার কাজ করছেন। গাছ পড়ে যাওয়ায় নরেন্দ্রপুর এলাকায় যান চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সেখানে গাছ কেটে রাস্তার উপর থেকে সরানো হয়েছে বলে জানিয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস। তিনি বলেন জল জমার সমস্যা এখনো পাওয়া যায়নি। তবে বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
বিভিন্ন পাম্পিং ষ্টেশনে বিকল্প জেনারেটরের ব্যবস্থা করে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তবে ইলেকট্রিক যাতে তাড়াতাড়ি আসে সেই ব্যবস্থাই করছে ইলেকট্রিক দপ্তরে কর্মীরা। পাশে আছি বারুইপুর এলাকায় কিছু জায়গায় রেমাল ঝড়ের ফলে গাছ ভেঙেগে ইলেক্ট্রিকের তারের উপপোড়ে এবং ইলেকট্রিক তার কেটে রাস্তায় গড়াগড়ি খায় রবিবার সন্ধ্যে থেকে সোমবার সকাল ন’টা পর্যন্ত বিদ্যুৎহীন হয়ে পড়ে বারুইপুর বিস্তীর্ণ এলাকায়। বারুইপুর থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সালেপুর এর কাছে একটি মাটির বাড়ি ভেঙে যায়। তবে ওই বাড়ির কোন মানুষ হতা হতের হয়নি।