কাঁথি শহরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে কাঁথি শহরে আটিলাগড়ি গ্রামের ক্যানেলপাড়ের বাসিন্দা সুবল বর্মন কে পরিবারের লোকেরা মঙ্গলবার সকালে দেখতে পায় ঘরের মধ্যে কড়িকাঠে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে। খবর জানাজানি হলে প্রতিবেশীরা জোড় হয়। তড়িঘড়ি ফাঁসি থেকে নামিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর কারণ সম্পর্কে পরিবারের লোকেরা ধোঁয়াশায়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়।পরিবারের লোকেরা জানিয়েছেন বেশ কিছুদিন মানসিক অবসাদে ভুগছিল।সেই কারণে আত্মঘাতী হতে পারে। পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে।
Author: ekhansangbad
Post Views: ১০৯