পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার দুর্গাচকে তাপ বিদ্যুৎ কারখানার ট্রান্সফর্মার বাস্টের জেরে আতঙ্কিত এলাকাবাসী । উৎপাদনের একটা ইউনিট বন্ধ হয়ে গেল হলদিয়ায় তাপবিদ্যুৎ কারখানার । হঠাৎই তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের একটা ইউনিট স্তব্ধ হয়ে গেল ।বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিয়া এনার্জি লিমিটেড কারখানায়।
কারখানার ভেতরে একটি ট্রান্সফর্মার বাস্টের ফলে দাউ দাউ করে আগুনের শিখা ও ধোঁয়া দেখে রাস্তায় ভিড় জমায় এলাকাবাসী । কারখানার মধ্যে থাকা দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে আগুন নেভাতে সাহায্য করে ।
সূত্রের খবর জানা যায় , ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাবার জন্য কারখানার একটা ইউনিট পুরোপুরি বন্ধ । প্রসঙ্গত ,কারখানায় কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদনের ধোঁয়া অনর্গল বেরোতে থাকে ।আজকে ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাবার জন্য কারখানায় ধোঁয়ায় ভরে যায় । কার্যত শ্রমিকরাও চমকে যায় ।