কাঁথি পৌরসভার ডরমেটরিতে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণে কর্মশালা চলছে। ২৮ মে থেকে কর্মশালা শুরু হয়েছে, ৩১ মে পর্যন্ত চলবে।এই কর্মশালায় উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ড. নিরঞ্জন মান্না, ডাঃ অনুতোষ পট্টনায়ক, ডাঃ প্রিয়তোষ দাস, ডাঃ অসীম মাইতি,ট্রেনার- সিনি ফেসিলেটর সঙ্গীতা মন্ডল, পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অলোক চৌধুরী, সৌমেন দাস, আশুতোষ দাস, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ডেঙ্গু হাউস টু হাউস মেম্বার ও সুপারভাইজার গণ।
ভাইস চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির তত্ত্বাবধানে পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ কর্মশালার চলছে। তিনি পৌরসভার স্বাস্থ্য বিভাগ এবং ডেঙ্গু হাউস টু হাউস মেম্বার ও সুপারভাইজার গণকে ডেঙ্গু সহ অন্যান্য পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণে আন্তরিক ভাবে কাজ করার আহ্বান জানান।