Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিখোঁজ ভোট কর্মীর সন্ধান পেলেন পুলিশ

অবশেষে রহস্যজনক ভাবে নিখোঁজ  ভোট কর্মীর সন্ধান পাওয়া গেল। আজ বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর পারুল শাখার  ম্যানেজারকে ফোন করে জানিয়েছেন তিনি অপহৃত হয়েছেন এবং নদীয়াতে আছেন। অপহরণকারীদের হাত থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছেন। অভিযোগ ২৪ মে ভোটের আগের দিন ডিসিআরসি থেকে ভোটের জিনিসপত্র নিয়ে বুথের দিকে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু এই বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর এটেনডেন্ট কর্মী নবারুণ হেমব্রম শেষ মেষ ডিসিআরসি তে পৌঁছতে পারেননি। সূত্রের খবর তার বাড়ি মেদিনীপুরের কেরানিচটিতে। কর্মসূত্রে এগরায় মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে থাকেন। ২৪ মে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন কাঁথি প্রভাত কুমার কলেজের ডিসিআরসির উদ্দেশ্যে। তার ডিউটি পড়েছিল কাঁথি ক্ষেত্র মোহন হাই স্কুলে।

ঐদিন প্রিজাইডিং অফিসার পুষ্পেন্দু নায়ক সকালে ফোন করলে তিনি বলেন ডিসিআরসিতে আছেন। তারপর থেকে তার কোন হদিস পাওয়া যায়নি। তারপর তার ফোনের সুইচ অফ হয়ে যায় বলে সূত্র মারফত জানা গেছে। জানা গেছে নবারুণ হেমব্রমের মা বৈশাখী হেমরম রামনগর কলেজের গেস্ট লেকচারার ছিলেন। অবশেষে ছেলের খোঁজ না পেয়ে এগরা থানায় একটি নিখোঁজ ডাইরি করেন বৈশাখী দেবী। অভিযোগ পেয়ে এগরা থানার পুলিশ তদন্ত শুরু করে। তিনি বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর পানিপারুল শাখায় কর্মরত। সেই শাখার ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, এবং লিড ডিসটিক ম্যানেজার ডঃ উজ্জ্বল বর জেলা পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেন নিখোঁজ কর্মী সম্পর্কে। সূত্রের খবর আজ বুধবার তিনি তার ব্যাংক ম্যানেজারকে ফোন করে জানিয়েছেন তিনি অপহৃত হয়ে নদিয়ায় আছেন। খবর পেয়ে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read