পূর্ব মেদিনীপুর জেলার কুঁকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ।বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে ফেরি সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে কুঁকড়াহাটি থেকে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এই বিজ্ঞপ্তি দেখে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। হলদিয়া শিল্প শহরের কর্মীরা এই ফেরি সার্ভিস এর মাধ্যমে প্রতিদিন যাতায়াত করেন। এছাড়াও ছাত্রছাত্রীরা ও অন্যান্য যাত্রীরা যাওয়া আসা করে। এই ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়ার ফলে রায়চক হয়ে ঘুর পথে আসতে হচ্ছে বহু মানুষকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ডায়মন হারবারের জেটি খারাপ হয়ে যাওয়ার জন্য যাত্রী নিরাপত্তার কথা ভেবে এই সার্ভিস বন্ধ রাখা হয়েছে। কবে এই ফেরি সার্ভিস পুনরায় চালু হবে তা জানানো হয়নি। সূত্রের খবর এই জেটি মেরামত না হওয়া পর্যন্ত ফরি সার্ভিস পুনরায় চালু করা যাবে না। চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
আগামী ১ জুন শনিবার সপ্তম দফা অর্থাৎ শেষ পর্বে ডায়মন্ড হারবারে নির্বাচন রয়েছে। নির্বাচনের জন্য যাতায়াত করা সমস্যা হচ্ছে ভোটারদের। ভারতীয় মজদুর সংঘের সভাপতি প্রদীপ বিজলী দাবি করেছেন জেটি মেরামত করে ফেরি সার্ভিস চালু করার।তিনি বলেন এইভাবে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে সমস্যার সৃষ্টি হবে। এই কারণে ফেরি সার্ভিস কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে দ্রুততার সঙ্গে জেটি মেরামত করে সার্ভিস চালু করা হোক। জেটি কর্তৃপক্ষ জানিয়েছেন দ্রুততার সঙ্গে জেঠি মেরামতের কাজ চলছে। মেরামতির কাজ শেষ হলেই ফেরি সার্ভিস চালু হবে।