খালপাড়ে আকাশমনি গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদা থানার ভূতগেড়িয়া গ্রামে। বুধবার দুপুরে ভূতগেড়িয়া গ্রামের বাসিন্দা পেশাই জেনারেটর ব্যবসায়ী প্রদীপ পাল (৪৫)কে স্থানীয় লোকেরা গলায় গামছার ফাঁস লাগিয়ে তার বাড়ির কাছেই খালপাড়ের আকাশমনি গাছে ঝুলতে দেখে। খবর জানাজানি হলে বহু মানুষ জড় হয়।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকেরা জানিয়েছেন জেনারেটর ব্যবসা করতে গিয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছিল। এই টাকা শোধ দিতে না পারায় পাওনাদারদের চাপ ছিল জোর। ঋণের বোঝা টানতে না পেরে আত্মঘাতী হয়েছে বলে অনুমান। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
Author: ekhansangbad
Post Views: ১০১