দোলনার দড়ি গলায় ফাঁস লেগে মৃত্যু হল এক দশ বছরের শিশু কন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা এলাকার বেনামুড়ি গ্রামে। ওই গ্রামের শিশু কন্যা মনি মন্ডল (১০)কে ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে নিয়ে তার বাবা মা এবং ছোট ভাই কে নিয়ে ব্যাংকের কাজে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে ঘরে ডাকাডাকি করলে কোন সাড়া মেলেনি মনির। দরজা খুলে ভেতরে দেখে দোলনার ফাঁস আটকে নিথর হয়েছে মনি।এই ঘটনা দেখেই সংজ্ঞা হারায় তার মা।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মনিকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অনুমান মনি ঘরের ভিতরে খেলাধুলার সময় কোন কারনে দোলনার দড়ির ফাঁস গলায় আটকে যায় এবং শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নির্দেশ দেয়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেআসে।
Author: ekhansangbad
Post Views: ৭৮