পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়ার নিহত বিজেপি মহিলা সমর্থক রথীবালা আড়ির বাড়িতে ‘আক্রান্ত আমরা’ সংস্থার সদস্য সদস্যারা এলেন । বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে ২৩ মে শুক্রবার রাতে নিহত বিজেপি মহিলা সমর্থক বাড়িতে এসে দেখা করেন ও ঘটনার বিবরণ শোনেন। ” আক্রান্ত আমরা “সংস্থার সদস্যরা নিহত বিজেপি মহিলা কর্মীর বাড়ির সদস্যরা “আক্রান্ত আমরা “সংস্থার সদস্যদের কাছে অভিযোগ করেন তাদের পরিবারের আহত ব্যক্তি সঞ্জয় আড়ি এই মুহূর্তে কোন হাসপাতালে আছেন তারা কেউ জানেন না। কার সঙ্গে দেখা করতে চায় তারা।তার সঙ্গের দেখা করার ব্যবস্থা করে দিলে উপকৃত হবেন বলে আবেদন করেন।
এদিনের প্রতিনিধি দলে বিশিষ্টজনরা হলেন-অধ্যাপক
অম্বিকেশ মহাপাত্র , কবি মন্দাক্রান্তা সেন,
অরুনাভ গাঙ্গুলি, প্রমীলা রায় বিশ্বাস,অরুনিমা পাল,রঞ্জনা হাজরা ও অরীন মুখার্জি প্রমুখ।অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র বলেন ছেলের সঙ্গে পরিবারের সাক্ষাৎ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ কেন গ্রেফতার করেনি বা তার কোন ব্যবস্থা গ্রহণ করেনি তার জন্য নন্দীগ্রাম থানায় গিয়ে দাবি জানানো হবে। পরে তারা নন্দীগ্রাম থানায় যান এবং অভিযোগ জানান। থানায় প্রকৃত তদন্তের দাবি করেন।