পূর্ব মেদিনীপুর জেলার মেছোদা বাজার এলাকা বৃষ্টির জলে জলমগ্ন । কোলাঘাটের মেচেদা বাজারে প্রবল বর্ষনের জেরে কোথাও হাঁটু সমান কোথাও হাঁটুর নিচে জল। বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা।
এলাকাবাসীর অভিযোগ নিকাশির ব্যবস্থা বেহাল হওয়ার কারণে বেরোচ্ছে না জল। বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারীকে জানিও এই সমস্যার কোন সমাধান হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা এখানকার ব্যাবসায়ীরা।
Author: ekhansangbad
Post Views: ৬৫