Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গিরিশ মঞ্চে অনুষ্ঠিত হলো ওড়িশি নৃত্যানুষ্ঠান ” প্রেমাঞ্জলী “

কেকা মিত্র :- ” নৃত্যাঙ্গনা ” উত্তর কলকাতার এক নামী ওড়িশি নৃত্য প্রতিষ্ঠান।দীর্ঘ ২৯ বছর ধরে তারা দেশ বিদেশে নানা অনুষ্ঠানে অংশ নিয়ে চলেছেন। সম্প্রতি
উত্তর কলকাতার গিরীশ মঞ্চে নৃত্যাঙ্গনা র আয়োজনে অনুষ্ঠিত হলো ওড়িশি নৃত্যানুষ্ঠান ও এই সংস্থার অন্যতম প্রাণ পুরুষ প্রয়াত সঙ্গীত আয়োজক
ভোলা ভট্টাচার্য্য র স্বরনে এবং কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নৃত্যানুষ্ঠান ” প্রেমাঞ্জলি ” । এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওড়িশি নৃত্যশিল্পী গুরু রিনা জানা, কাকলী বোস , সঙ্গীত শিল্পী সাক্ষর বসু এবং তুলিকা চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে নৃত্যাঙ্গনা র ছাত্রীরা পরিবেশন করেন ওড়িশি নৃত্য মঙ্গলাচরণ, গণেশস্তুতি, স্থানক, মোহনা পল্লবী, মারে বানু, ওষ্ঠপদী, গতি
এবং সবশেষে মুক্তি।
অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো
” প্রেমাঞ্জলি “। এই নৃত্তালেখ্য তে নৃত্যে বিশেষ ভাবে নজর কারেন
আয়ুশি, কৌশানী, অন্বেষা, শতাক্ষী, শৌভিক, শুভব্রত, সত্যজিৎ এবং মায়া ভট্টাচার্য্য।
কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা ছিলেন মায়া ভট্টাচার্য্য এবং সত্যজিৎ কুন্ডু। চিত্রনাট্য ও সঙ্গীতে ছিলেন অমিতাভ দাশগুপ্ত, বাপ্পা চ্যাটার্জী ও ভোলা
ভট্টাচার্য্য। গান গেয়েছেন সুজয় ভৌমিক, স্বাক্ষর বসু ও তুলিকা চক্রবর্তী। ভাষ্যপাঠ করেছেন অমিতাভ দাশগুপ্ত ও শ্রীপর্ণা আড্ডি। আলো ও রূপ সজ্জায় আছেন উত্তীয় জানা এবং অসীম পোদ্দার ও বিষ্ণু দাস। মঞ্চসজ্জা
পরিমল পাল। সমগ্র এই ওড়িশি নৃত্যানুষ্ঠানটির ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় আছেন নৃত্যাঙ্গনার কর্ণধার মায়া
ভট্টাচার্য্য।সবমিলিয়ে নৃত্যাঙ্গনা র
এই নৃত্যানুষ্ঠান টি সকলের নজর কাড়ে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read