শহীদ মাতঙ্গিনী ব্লকের জানুবসান সংকেত সংঘের ৩৯ তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আজ এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। মেচেদার ডঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্ট এর সহযোগিতায় দন্ত, চক্ষু, শিশু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এই শিবিরে অংশ গ্রহন করেন। ডঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ডঃ বিশ্বনাথ পড়িয়া, মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ ভবানী শংকর দাস, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডঃ আশিষ বেরা (মেদিনীপুর মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল), বিশিষ্ট জেনারেল ফিজিসিয়ান ডঃ মেহেতাব আলি সহ অন্যান্য চিকিৎসকগন চিকিৎসা করেন। উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্পাদক তপন ভৌমিক।
সংকেত সংঘের সভাপতি কৌশিক মাইতি জানান,এলাকার ২১২ জন দুঃস্থ রোগী এই শিবির থেকে চিকিৎসা গ্রহণ করেন।
Author: ekhansangbad
Post Views: ৬৩