পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। দুর্ঘটনা কিভাবে হলো সেই নিয়ে সংশয় রয়েছে পুলিশ প্রশাসন এবং পরিবারের লোকেরা। সূত্রের খবর ভগবানপুর থানার কাজলা গড় গ্রাম পঞ্চায়েত এলাকার কপটাবাড়ি গ্রামের বুদ্ধদেব মিস্ত্রির একমাত্র পুত্র মনোজ মিস্ত্রি (২৫) ও তার বন্ধু হারাধন দাসের একমাত্র পুত্র নন্দগোপাল দাস (২৩) দুজন বৃহস্পতিবার বিকালে বাইক নিয়ে ঘুরতে গেছিল মেচেদার দিকে। সম্ভবত বাড়ি ফেরার সময় তাদের চন্ডিপুর থানার কাণ্ডপসরা স্কুলের সামনে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রাত্রি ১১ টা নাগাদ টহলদারি পুলিশ দেখতে পায় বাইক সহ দুইজন গুরুতর জখম অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। তাদের উদ্ধার করে পুলিশ তমলুক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন বুদ্ধদেব মিস্ত্রির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
নন্দগোপাল এর চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের দুই বন্ধুর শেষকৃত্য হয় গ্রামে। উপস্থিত ছিলেন কাজলা গড় গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল মন্ডল সুব্রত মিদ্দ্যা ভোলানাথ মন্ডল প্রমুখ। স্থানীয়দের অনুমান কোন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনা ঘটনা ঘটেছে।পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।