কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করে উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করল রোটারি ক্লাব অফ কন্টাই। শনিবার ক্লাব গৃহে একটি ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করা হয় পাশাপাশি সন্তানের কৃতিত্বের জন্য তার মায়েদের ও সম্মানিত করে মায়েদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিল কাঁথি মডেল ইনস্টিটিউট থেকে সম্পদ পয়ড়্যা,কাঁথি হাই স্কুলের রীতম দাস এবং উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছিল কাঁথি হাই স্কুলের সায়ন্তন মাইতি, অল ইন্ডিয়া আইএস সি (উচ্চ মাধ্যমিক) এ থার্ড রাঙ্ক করেছিল কন্টাই পাবলিক স্কুলের অনুব্রত মণ্ডল কে সংবর্ধিত করা হয়।
পাশাপাশি সম্পদের মা সুতপা পয়ড়্যা,রীতম এর মা রুমি দাস, সায়ন্তনের মা সীতারানী মাইতি, অনুব্রত এর মা মহুয়া মন্ডল কে সম্মানিত করা হয়। পুষ্পস্তবক মানপত্র ও চারা গাছ সবার হাতে তুলে দিয়ে সম্বর্ধিত করা হয়। স্বাগত ভাষণ এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রোটারি ক্লাব অব কন্টাই সভাপতি কৃষ্ণেন্দু মাইতি। উপস্থিত ছিলেন, দীপঙ্কর বোস, সুতন পতি, নির্মল বের, স্বপন পয়ড়্যা, সুজিত মাইতি, স্বপন মাইতি, শান্তিময় জানা, বিদ্যুৎ চন্দ, জয়রাম মুন্দ্রা, রিতেশ দাস, গৌতম রায় প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গৌতম রায়। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সম্পাদিকা রিনা প্রধান।