উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এগরা ১ নং ব্লকে ও এগরা পৌরসভা এলাকায় টি বি রোগীদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী র মধ্যে মুড়ি চিড়ে খেজুর বিস্কুট মুসুর ডাল সয়াবিন ছোলা তুলে দেওয়া হয়।অন্যদিকে রক্ত র সংকটে কল অন ব্লাড ডোনারে র মাধ্যমে কাঁথি তে ২ জন থ্যালাসেমিয়া রোগী র জন্য দু জন রক্ত দাতা রক্ত দান করা হয় ।
আবার এগরা তে সন্ধ্যা কালীন রক্ত দান শিবিরে র আয়োজন করা হয় ওখানে ১০ জন মুমূর্ষ রোগীর জন্য রক্ত দান করেন ১০ জন রক্ত দাতা। এখানেই শেষ নয় তিনজন দুস্থ একাদশ শ্রেনীর শিক্ষির্থীর হাতে বুক ব্যাংক থেকে একাদশ শ্রেনীর বই তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি সুভাষ নন্দ ও সম্পাদক উজ্জয়িনী ব্যানার্জী উপস্থিত থেকে আজকের কর্মসূচি গুলি পালন করেন।ওনারা জানান মানুষের পাশে উই কেয়ার ফাউন্ডেশন সবসময় আছে।সংগঠনের যোদ্ধা রাখি শাসমল, সাগর জানা, কল্যানী প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।