Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্থেনিয়াম সাফাই অভিযানে কন্টাই পাবলিক স্কুল

আজ বিশ্ব পরিবেশ দিবসে, সুভাষিনী মেমোরিয়াল ট্রাস্টের তত্ত্বাবধানে ও কন্টাই পাবলিক স্কুলের ব্যবস্থাপনায় রাস্তার দুদিকে গজিয়ে ওঠা পার্থেনিয়াম সাফাই অভিযান চালানো হয়। এই কর্মসূচিতে অংশ নেন কন্টাই পাবলিক স্কুল পরিবারের  সদস্যগণ ।

  কাঁথি পৌরসভার সাধু জানা পুকুরপাড় সংলগ্ন এলাকা থেকে অভিযান চালান বিদ্যালয়ের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস, সহ-অধ্যক্ষ  পার্থ সখা পাত্র, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ডঃ পুরঞ্জন দাস, সম্পাদক  বরুণ কুমার জানা ও অন্যান্য সদস্যগণ।

কাঁথি শহরের সাধু জানা পুকুরপাড় থেকে ধনদিঘী পুল  ও সেখান থেকে শৌলা রাস্তায় দু’ কিলোমিটার পর্যন্ত রাস্তার দুদিকে এই সাফাই অভিযান চালানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য এই পার্থেনিয়াম আগাছা গুলি মানব জীবনে খুবই ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই বিদ্যালয়ের পক্ষ থেকে পথ চলতি মানুষের সচেতনতার উদ্দেশ্যে পার্থেনিয়ামের  ক্ষতিকারক দিকগুলিও লাউড স্পিকার এর মাধ্যমে তুলে ধরা হয়। সবশেষে এই কাজে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের সম্পাদক  বরুণ কুমার জানা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read