Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরমাণু চুল্লি পরিকল্পনা রুখতে অভিনব প্রতিবাদে বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি

কাঁথির জুনপুটে মিসাইল ও  হরিপুরে পরমাণু চুল্লি স্থাপনের পরিকল্পনা রুখতে বিশ্ব পরিবেশ দিবসে এক অভিনব প্রতিবাদে সামিল হলো বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি৷ জুনপুট— হরিপুর সংলগ্ন সমুদ্রের জলে নেমে প্ল্যাকার্ড —ফেস্টুন নিয়ে স্লোগান সহযোগে  এক প্রতীকি প্রতিবাদ কর্মসূচীতে সামিল হলো বিজ্ঞান কর্মীরা৷ উদ্যোক্তাদের পক্ষ থেকে সংগঠনের অন্যতম সদস্য অনুপ মাইতি জানান—” কেন্দ্রীয় সংস্থা DRDO জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে এবং হরিপুরে পরমাণু বিদ্যুৎ প্রকল্প তৈরি করা সরকারের দীর্ঘদিনের এজেন্ডা৷ এই দুটি প্রকল্প রূপায়িত হলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে।

জুনপুট ,হরিপুরের সহ উপকূলীয় এলাকার জীব—বৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হবে। মৎস্যজীবী সহ হাজার হাজার মানুষ জীবন— জীবিকা থেকে উচ্ছেদ হবে৷ এখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশকে কোন ভাবেই ধ্বংস হতে দেওয়া যায় না৷ যদি এই প্রকল্প করতেই হয় তাহলে অন্য কোনো জনবিহীন স্থানে করুক৷ তাই বিশ্ব পরিবেশ দিবসকে আমরা বেছে নিয়েছি প্রতিবাদ জানানোর জন্য ৷ এই সমুদ্র— সমুদ্র উপকূল —ঝাউবন সহ এলাকার জীববৈচিত্র্য কে বাঁচাতেই সমুদ্রে নেমে এই অভিনব প্রতিবাদ কর্মসূচী গ্রহণ করেছি৷” পাশাপাশি আগামী ১০ জুন কাঁথি শহরে জুনপুট হরিপুর ইস্যুতে প্রতিবাদ সভা হবে বলেও ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে ৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read