Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ সংস্থার ব্যবস্থাপনা বৃক্ষরোপণ।

বিশ্ব পরিবেশ দিবসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরিচালিত গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ সংস্থার ব্যবস্থাপনা বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি হল। বুধবার বিশ্ব পরিবেশ দিবসে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের ক্যাম্পাসে শতাধিক বৃক্ষরোপন করা হলো। প্রশিক্ষণরত শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করে। পাশাপাশি পথ চলতি মানুষ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশ সম্পর্কে সচেতন করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান প্রদীপ কুণ্ড, উপপ্রধান সরস্বতী মান্না, স্কুল পরিচালন কমিটির সভাপতি সুধাংশু মাইতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য গুড়িয়া, বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত বর,সঞ্জিত শীট,তাপস রায়, আর সেটি র ডাইরেক্টর পুলক ভূঁইয়া, কোর্স কোডিনেটর সৌমাল্য ভট্টাচার্য, উত্তম কুমার জানা, রবীন্দ্রনাথ মন্ডল, অভি সামন্ত, অশ্বিনী বর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও পঞ্চায়েত প্রধান প্রদীপ কুন্ডুর উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।

মাজিলাপুর বীরেন্দ্র বিদ্যাপীঠের মাঠে বৃক্ষ রোপন করা হয়। উপস্থিত ছিলেন উপপ্রধান সরস্বতী মান্না সহ পঞ্চায়েতের অধিকারিক ও অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ। অপরদিকে রামনগর ২ ব্লক বাদলপুর গ্রাম পঞ্চায়েতের টাটকাপুর শ্যামা বিদ্যাভবন এর উদ্যোগে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ দিবস উদযাপন করা হয়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read