নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক, পরে ইঞ্জিন রিক্সা ও সবশেষে গাছে ধাক্কা মারলো একটি সুইফট ডিজায়ার প্রাইভেট গাড়ি। গুরুতর জখম হলো বাইক ও ইঞ্জিন রিক্সার চালক। স্থানীয় মানুষজন গুরুতর যখন দুজনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কাঁথি এগরা রাস্তার দোবাঁধির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে গাড়িটি এগরা থেকে কাঁথি যাওয়ার পথে।
যাওয়ার সময় গাড়িটি দোবাঁধি বাসস্ট্যান্ডের কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম একটি বাইককে ধাক্কা মারে, পরে ইঞ্জিন রিক্সা কে ধাক্কা মেরে গাছে ধাক্কা মারে। এই ঘটনায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি গুলিকে আটক করে এবং প্রাইভেট গাড়ির চালককে আটক করেছে এবং উত্তেজনা থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
Author: ekhansangbad
Post Views: ১২৫