Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে  বেঙ্গল বিজনেস কাউন্সিল এর তৃতীয় সম্মেলন

কেকা মিত্র :- বাঙালি রা ব্যবসায় সবসময় সফলতা পেয়েছে। তাদের এই কাজ কে আরো এগিয়ে নিয়ে যেতে ও তাদের সন্মান জানাতে “বিশ্বব্যাপী বাঙালি শিল্পের ঐক্যবদ্ধ মহাদ্ধনী”…এই শিরোনামে বেঙ্গল বিজনেস কাউন্সিল নিউ টাউন এর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করেছিলো বাঙালি দের ব্যাবসা নিয়ে এবং তার মান কে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে এক বিশেষ আলোচনাচক্র। এই তৃতীয় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন তিনজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তারা হলেন বন্ধন ব্যাংক এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ, প্রধানমন্ত্রী দপ্তরের অর্থনৈতিক পরামর্শদাতা সঞ্জয় সান্যাল ও ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ক্যাপ্টেন ও সিএবি র প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি।এই সেমিনারে এসে বন্ধন ব্যাংক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন
কি ভাবে তিনি প্রথম জীবনে লড়াই করে এই বন্ধন ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি বলেন যে কোনো ব্যবসা করতে গেলে এখনকার উদ্যোগী
বাঙালি ব্যবসায়ীদের আগে সেই বিষয়ে পড়াশোনা, বিষয় সম্পর্কে গভীরে যাওয়া, মার্কেট স্টাডি করা সব তাকে নিজেকে করতে হবে। তারপর অর্থ লগ্নী করতে হবে। সেই ব্যক্তির সাহস, উৎসাহ, ও পজিটিভিটি এবং  উদ্যোগী হতে হবে। সাথে থাকবে তার নিজের পরিবার। আমি যখন চাকরি করতাম তাতে একটা মাসিক মাইনের সীমাবদ্ধতা ছিলো। যখন ব্যবসা শুরু করলাম শূন্য  থেকে তাতে নিজের কাজের চাপ বাড়তে থাকলো। এই ক্ষেত্রে নিজের সম্পৃত্ত করণের দরকার আছে। এতে সমাজের সম্বৃদ্ধি করে বা ঘটে।
এখনকার যুব সমাজ খুব সমাজ সচেতন।আমি বলবো যারা ব্যবসায় উন্নতি করতে চায় তারা বা তাদের চাকরি ছেড়ে ব্যবসায় মনোনিবেশ করতে হবে সমাজের
আঙ্গিকে। নিজের আঙ্গিকে নয়।


আমাদের বন্ধন ব্যাংক এর
সারাদেশে ৪২ টি ব্যাংক আছে। আমাদের সাড়ে তিন কোটি কাস্টমার এর মধ্যে ২ কোটি মহিলা। আমাদের লক্ষ্য ছিলো এক গ্রামীণ অর্থনীতি , দুই হলো মহিলাদের স্বনির্ভর করার লক্ষে পঞ্চাশ হাজার থেকে দেড় লক্ষ টাকা লোন দেওয়া এবং  তিনি হলো সারা ভারতবর্ষে বন্ধন ব্যাংক এর নাম ছড়িয়ে দেওয়া। এখন মহিলা শুধু নয় পুরুষেরা নিজের ইনকাম নিজে করছে। আমাদের থেকে খুব সহজ কিস্তিতে লোন নিয়ে আমাদের লোন পরিশোধ করছে।এতে সমাজ ও পরিবারের এবং গ্রামীণ অর্থনীতির উন্নতি হচ্ছে। এখনকার মহিলারা স্বনির্ভর হতে পেরেছে। এটা আমাদের গর্ব। এক মাত্র আমাদের বন্ধন ব্যাংক জীবন পাল্টে দিয়েছে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে।
বেঙ্গল বিজনেস কাউন্সিল আজ যে উদ্যোগ নিয়েছে এই আয়োজন কে সাধুবাদ জানাই।
প্রধানমন্ত্রীর অর্থ দপ্তরের  মুখ্য  উপদেষ্টা সঞ্জীব সান্যাল  বেঙ্গল বিজনেস কাউন্সিল এর এই সম্মেলনে জানালেন বাঙালিদের
প্রথম ব্যাবসার কথা। সেই চাদ সদাগর এর বাণিজ্যের কথা। তিনি তাদের কথা উল্লেখ করে বলেন উত্তর কলকাতার সুতানোটি র কথা।
যেখানে সুতো তৈরি হতো। স্বাধীনতার আগে থেকেই সাবান, তেল, চা, মার্বেল, পেন, জামা কাপড় , কাগজ থেকে রসগোল্লা সবেতেই বাণিজ্যে সফল হয়ে উঠেছিলো বাংলার ব্যবসায়ীরা। তাদের কথা স্মরণ করে তিনি আরো বলেন বাঙালিরা লেখাপড়ায় খুব ভালো ছিলেন।
এই বিষয়ে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ র কথা উল্লেখ করেন।তিনি
বলেন যে কোনো ব্যবসায় মানুষের ব্যাবহার ও কোয়ালিটি  এই দুটি খুব গুরুত্বপূর্ন বলে মনে করি। এর সাথে প্রকৃত কাগজ পত্র, আইনমাফিক ব্যবসা কে এগিয়ে নিয়ে যাবার লক্ষে সততা
খুব প্রয়োজন। এই দিনের শেষ বক্তা ছিলেন  সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন তার প্রথম জীবনের ক্রিকেটার হবার ইচ্ছা, তার লড়াই। নানা অভিজ্ঞতার কথা। তিনি বলেন
আমি ক্রিকেট খেলেছি। অধিনায়ক হয়ে দল কে পরিচালনা করেছি। পাশাপাশি গ্রেগ চ্যাপেল কে সামলেছি। পরবর্তী সময় সিএবি  র কাজ,
দাদাগিরি থেকে আমার অন্যান্য কাজ সব করে গেছি। এখনও করে চলেছি। আমি আবার মেদিনীপুর এর গড়বেতায় ইস্পাত এর কারখানা করছি।
এইভাবে আমি একজন বাঙালি হয়ে এগিয়ে চলেছি। কোনো কাজ ছোটো নয়। শুধু একাগ্রতা, সততা, পরিশ্রম আর নিজের লক্ষ ঠিক থাকলেই যে কোনো কাজে বা ব্যবসায় সফলতা পাওয়া যায়। এইদিন মঞ্চে সৌরভ গাঙ্গুলি র সঙ্গে কথোপকথন এর দায়িত্বে ছিলেন
জর্জ টেলিগ্রাফ এর কর্ণধার সুব্রত দত্ত। এই তিন অতিথিদের হাতে স্বারক তুলে দেন বেঙ্গল বিজনেস কাউন্সিল এর প্রধান ও
মহেন্দ্র দত্ত এন্ড সন্স এর মালিক
শুভাশীষ দত্ত। মঞ্চে ছিলেন মুখরোচক চানাচুর এর কর্ণধার
প্রণব চন্দ্র, কে সি দাস এর মালিক ধীমান দাস সহ এই বাংলার বিখ্যাত ব্যবসাদার।
বেঙ্গল বিজনেস কাউন্সিল এর প্রতিষ্ঠাতা শুভাশিস দত্ত এই প্রতিবেদক কে জানালেন
আজ এই সন্মেলনে ৬০০ জনের বেশি ব্যাবসাদার উপস্থিত ছিলেন।প্রতি বছর এই সম্মেলন আমাদের হয়। আমাদের মূল লক্ষ্য হলো বাঙালিদের ব্যবসা আরো বাড়ানো, যে কোনো ব্যবসায়ী কে আমাদের এই এসোসিয়েশন এর মেম্বার করা,
তাদের ব্যবসায় যে কোনো সমস্যায় তাদের সহযোগিতা করা
এবং বাংলার এই ব্যবসা কে সারা বিশ্বে জনপ্রিয় করার লক্ষে আমাদের এই সন্মেলন এর মূল উদ্দেশ্য।সব মিলিয়ে জমে উঠেছিলো এই একদিনের সম্মেলন ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read