পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা এলাকার সুতাহাটা ব্লকের গুয়াবেরিয়া অঞ্চলের শ্রীধরপুর গ্রামের পার্টি কার্যালয়ের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী আক্রমণ চালায় বলে অভিযোগ।এই হামলাকারিরা অফিস ভাঙচুর করে এবং সেই অফিসের টিভি সহ সমস্ত আসবাবপত্র লুঠ করে।
সিপিএমের অভিযোগ তাদের অফিসে হামলার পাশাপাশি এই এলাকার ৫৮ নং এবং ৫৯ নং বুথে যারা তাদের পোলিং এজেন্ট ছিলেন, বুথ কনভেনারবএবং সিপিআইএম কর্মী এই নির্বাচনে প্রচারের করেছে তাদের বাড়ির উপর আক্রমণ করে,হুমকি ভয় দেখানো এবং শেষ পর্যন্ত চারটি পাঁচটি পরিবারের জলের লাইন কেটে দেয়।
সিপিআইএম নেতৃত্বরা এলাকায় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এসডিও,বিডিও ও ওসি কে বিষয়টি জানানো হয়েছে ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বস্ত করেছেন।
Author: ekhansangbad
Post Views: ৬১