পার্লামেন্টরারী বোর্ডের বৈঠকে যোগ দিতে কাঁথির নব নির্বাচিত বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর দিল্লি যাত্রা। আগামীকাল শুক্রবার সকাল ১১টায় বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। পাশাপাশি জেলায় একাধিক ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে বা আরো ঘটবে তাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে জানান তিনি। পরিবারের দুই প্রাক্তন সাংসদ এর থেকে সংসদের রীতিনীতি কিছুটা জেনেছেন আরো অনেক শেখার বাকি রয়েছে বলে জানান। এছাড়াও ‘ তমলুকের বাম প্রার্থী সায়ন ব্যানার্জির দাবি টাকা নিয়েছে তৃণমূল নেতারা তাই নির্বাচনের এই ফল’।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ও মত প্রকাশ করেন সৌমেন্দু। তিনি বলেন ওই দলটার কোন অস্তিত্ব নেই। ওদের কথার কোন গুরুত্ব নেই। মিথ্যা কথা বলছে। তুমি আরো বলেন মোদীজি কে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। সংসদ হিসেবে কাজ করতে গেলে বাবা এবং দাদা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরামর্শ দরকার। সাতটি বিধানসভার মধ্যে ছয়টি বিধানসভা তে বিজেপি জয়লাভ করেছে। তিনি এলাকার জন্য কি কি করবেন তা তিনি জানাননি।