প্রদীপ কুমার সিংহ :-হঠাৎ কালো মেঘ করে এলো তারপর কিছুটা বৃষ্টি আরম্ভ হলো দক্ষিণ ২৪ পরগনা অনেক জায়গায়। কিন্তু সোনাপুরে বৃষ্টি হয়নি সেখানে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কিছুটা এলাকায়। ঘরের মধ্যে বসে আছে হঠাৎ দেখে ঘরের চাল উড়ে চলে গেল। পাড়ার লোকেরা ছুটে এসে তাদের বাড়িতে নিয়ে যায়। কয়েক সেকেন্ডে ঝড়ে বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে যায়। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা সোনারপুর থানার অন্তত সোনারপুর প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাড়াল গ্রাম এলাকায় । স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি থেমে যাওয়ার পর হঠাৎ ঝড় আসা তাই ঝড়ে প্রায় ২০টি ওপর বাড়ির ঘরের চালের টালি,এডভেস্টার উড়ে যায়।
ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়েরটা তাণ্ডবে এলাকার গাছগুলি ভেঙে বিদ্যুৎ তারে পড়লে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন সময় ধরে লোডশেডিং থাকে এলাকায়।