ডান্স হাঙ্গামা শিল্পীদের উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে হলদিয়ার ভবানীপুর থানা এলাকার বাঁশখানা জলপাই গ্রাম।
অভিযোগ গত ৫ জুন বাঁশখানা জলপাই গ্রামের গ্রামবাসীদের উদ্যোগে রাত্রিতে একটি ডান্স হাঙ্গামা হওয়ার কথা ছিল। কথামতো ডান্স হাঙ্গামা শিল্পীরা এসে পৌঁছলেও ডান্স হাঙ্গামা হয়নি। কারণ হিসাবে জানা যায় চুক্তি অনুযায়ী টাকা না পেলে শিল্পীরা মঞ্চে অনুষ্ঠান করবে না বলে জানিয়ে দেয় শিল্পী সংস্থা। অপরদিকে গ্রামবাসীরা দাবি করেন চুক্তি অনুযায়ী যোগাযোগকারী ব্যক্তি কে সমূহ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের কথায় টাকা দেওয়া হলেও শিল্পী সংস্থা কোন টাকা পায়নি।সেই কারণে শিল্পী সংস্কার শিল্পীরা অনুষ্ঠান মঞ্চস্থ করতে রাজি না হওয়ায় গ্রামবাসীদের সঙ্গে চলে বচসা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিল্পীদের ঘরে ঢুকিয়ে তালা চাবি লাগিয়ে নেয় উদ্যোক্তারা। শিল্পী সংস্থার পক্ষ থেকে ভবানীপুর থানায় অভিযোগ জানালে শিল্পীদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় ভবানীপুর থানার পুলিশ। শিল্পীদের উদ্ধার করতে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসী এবং বাঁশ- লাঠি নিয়ে তাড়া করে পুলিশকে। এই ঘটনার পর ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী গিয়ে শিল্পীদের উদ্ধার করে নিয়ে আসার সময় রাস্তায় লাঠি বাঁশ নিয়ে পুলিশকে ঘিরে ধরে মারপিট শুরু করে।
এই ঘটনায় পুলিশের দুই কর্মী আহত হয়। অপরদিকে পুলিশ হামলার সাথে যুক্ত দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ভবানীপুর থানার পুলিশ স্বত:প্রণোদিতভাবে ৬০ জনের নামে মামলা দায়ের করে। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে শুক্রবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। পুলিশি তল্লাশির জেরে এলাকা ছাড়া হয়েছেন অভিযুক্তরা। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশী নজরদারি বাড়ানো হয়েছে।