শুক্রবার গভীর রাতে কাঁথি শহরের প্রাক্তন কাউন্সিলরের বাড়ীতে চড়াও হয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো কাঁথি লোকসভা তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী উত্তম বারিকের সমর্থকদের বিরুদ্ধে।যদিও অভিযোগ অস্বীকার করেছেন উত্তম বারিক।কাঁথি থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।
কাঁথি পুরসভা ৮ নং ওয়ার্ড়ে প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্র। তিনি তৃণমূল প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। যদিও ২০২২ সালে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু নির্বাচনে পরাজিত হন অমলেশ পাত্র।
অভিযোগ শুক্রবার সন্ধ্যায় প্রাক্তন কাউন্সিলর অমলেশ পাত্র বাড়ি সংলগ্ন এলাকায় মদের আসর বসে। সেখানে কথা কাটাকাটি হয়। আরো অভিযোগ সেই আসরে মদ্যপ কয়েকজন উত্তম বারিককে অকথ্য ভাষায় গালাগালি করে । তার জেরে রাত্রি ১২ টা নাগাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিকের সমর্থক কয়েকজন দলবল অমলেশ পাত্রের বাড়ীতে চড়াও হয়। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে বলে পরিবারের অভিযোগ। দরজা বাইরে থেকে পরিবারের এক মহিলা’র হাত ও জামাকাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা ও ওই মহিলার বাপের বাড়ি থেকে কয়েকজন লোক পৌঁছালে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা।
কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী উত্তম বারিক জানিয়েছেন কি কারনে বিবাদ জানিনা।অমলেশ বাবুর পুত্রবধূ ফোন করেছিলো।এই নিয়ে আলোচনা করে ব্যাবস্থা গ্রহনের কথা বলেছি।