লোকসভা নির্বাচনের একদিন আগে খুন হয়েছিলেন রথীবালা আড়ি।শনিবার নিন্দীগ্রামের সোনাচুড়ার মনসা বাজার এলাকায় মৃতা রথীবালার বাড়িতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য দেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
ভোটের পূর্বে অশান্তিতে আক্রান্ত হয়েছিলেন মৃতা বৃদ্ধার ছেলে সঞ্জয় আড়ি।এদিন রথিবালার বাড়িতে দাঁড়িয়ে সঞ্জয় আড়ির চিকিৎস্যার দায়িত্ব নেওয়ার কথা ঘোষনা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।
Author: ekhansangbad
Post Views: ৯১