পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রাম পঞ্চায়েতের পয়াগ গ্রামের মাইতি পাড়ায় দীর্ঘ প্রায় ৫০-৬০ বছর ধরে ২০-২৫ টি পরিবার বেআইনিভাবে বাজি বানিয়ে ব্যবসা করছে। এর ফলে কয়েক বছর অন্তর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাতে ইতিমধ্যে অনেক মানুষ মারাও গিয়েছেন।
এর পরেও এলাকায় এই কারবারের প্রসার বেড়ে চলেছে। যখনই এ ধরনের দুর্ঘটনা ঘটে, তখনই স্থানীয় পুলিশ ও প্রশাসনকে খানিকটা সক্রিয় হতে দেখা যায়। তারপর তাদের আর কোন ভূমিকাই লক্ষ্য করা যায় না। ফলস্বরূপ উপরোক্ত ঘটনা বেড়েই চলেছে। শুধু তাই নয়, এই ব্যবসায় অত্যধিক লাভের সুযোগ থাকায়,ওই পাড়ার যে সমস্ত মেয়েদের অন্যত্র বিয়ে হয়েছে, তারা সেখানেও এই বেআইনী কারবারের সাথে যুক্ত রয়েছে।
গতকাল রাত সাড়ে নয়টা নাগাদ ওই পাড়ায় আনন্দ মাইতি’র বাড়ীতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে কারখানার গোডাউন ঘরের দোতলা বাড়ি ভেঙে যায়। বাড়ির দেওয়াল ভেঙে ইট পাশের গণেশ মাইতির বাড়িতে তার ঘুমন্ত স্ত্রীর উপর পড়ে গেলে তিনি গুরুতর জখম হন। আহত অবস্থায় প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি এবং পরবর্তীতে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসক ও পুলিশ সুপারের নিকট ঘনবসতিপূর্ন ঐ পাড়ায় ওই বেআইনি বাজি তৈরী ও বিক্রীর ব্যবসা বন্ধে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহন এবং ক্ষতিগ্রস্ত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরন প্রদানের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়।
দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক আজ সকালে বিস্ফোরণস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান,পয়াগের বিস্ফোরনের ঘটনা এই প্রথম নয়, এর পূর্বে অন্ততঃ ছ’বার মারাত্মকভাবে বিস্ফোরন হয়েছে। সবশেষ কয়েক বছর পূর্বের ঘটনায় তিন জন মারাও গিয়েছিল। কিন্তু তারপরও এ বিষয়ে পুলিশ প্রশাসন তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় গতকালের ওই ঘটনা ঘটলো। এমতাবস্থায় উপরোক্ত দাবীতে জেলা ও মহকুমা শাসক,বি.ডি.ও. এবং পুলিশ সুপার, এস.ডি.পি.ও.,সি.আই., ও.সি. কে আজ দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। অবিলম্বে ওই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে রাজ্যের মূখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।