Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোলাঘাটে বোম বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ।

গ্ৰেফতার আনন্দ মোহন, প্রয়াগ গ্রামের  বিস্ফোরণ স্থলে পরিদর্শন করল আতশবাজি উন্নয়ন সমিতি,এন আই এর তদন্তের দাবী

রবিবারের রাতে কোলাঘাটের  প্রয়াগ গ্রামের বোম তৈরী কারখানায় বিস্ফোরণ কান্ডের মূল অভিযুক্ত আনন্দ মোহন মাইতিকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থেকে সোমবার গ্রেফতার করলো পুলিশ। মঙ্গলবার তাকে তমলুক আদালতে তুললে বিচারপতি তার জামিন নাকজ  করে দেন।

এ দিকে মঙ্গলবার বাজি বিস্ফোরণের ঘটনাস্থল ঘুরে দেখেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়।তিনি বলেন -“এরা দক্ষ কারিগর। লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন এর আগেই। ঘূর্ণিঝড়ের সময় বাড়িটি হেলে ছিলো। আতসবাজি তৈরি হতো,কোনো প্রকার বাজি মজবুত ছিলো না।পাশাপাশি পরিদর্শন করলো ফরেন সিল্ক বিশেষজ্ঞ দল ও বম্ব স্কয়ার্ড়ের লোকজন ।অত্যাধিক গরমের কারণে এমন ঘটনা ঘটেছে।এরা ৮ মাস আগে লাইসেন্সের জন্য আবেদন করেছিলো।মূলত বাজী কারিগর ও গ্রেফতার হওয়া মূল অভিযুক্ত আনন্দ মাইতির পাশে থাকবে সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতি।এদিন বাবলা রায় সহ জেলা প্রতিনিধিদের নিয়ে প্রয়াগ গ্রামের বিস্ফোরনস্থল পরিদর্শন করেন।মূলত রবিবারের বিস্ফোরনের  ঘটনা আসলে বড় ঘটনা নয়,সেই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে তুলে ধরার চেষ্টা করেন বাবলা রায়।তবে রবিবারের বিস্ফোরনের তীব্রতা কতটা ছিলো তা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের প্রয়াগ সহ স্থানীয় গ্রামবাসীরা সহজে অনুমান করতে পেয়েছিলো রবিবার রাতে বিস্ফোরনের সময়ে।ফলে তৃনমূলের আতসবাজি সমিতির এই সংগঠন যে শুধু রাজনীতিকরন করতে বাজী কারিগরদের পাশে দাঁড়ালোর চেস্টা করছে এমনই দাবী বিরোধীদের। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত এই ঘটনায় কটাক্ষ করে এনআইএ তদন্তের দাবী জানায়।শুধু তাই নয় নিরপেক্ষ তদন্তের দাবি করেছে। দোষীদের অবশ্যই সাজা দেওয়ার আবেদন জানিয়েছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read