দীর্ঘদিন রসুলপুরের জেটি বেহাল অবস্থায় রয়েছে। রসুলপুর নদীর উপর দিয়ে ভেসেল ও ভুটভুটির মাধ্যমে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কাঁথি মহাকুমার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের জলপথ। খেজুরি ও কাঁথি শহরের মধ্যে এই পথ খুবই গুরুত্বপূর্ণ। কারণ কাঁথি শহরে মহকুমা শাসক দপ্তর, আদালত, সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হলে কাঁথি শহরে আসতে হয় খেজুরির বিস্তীর্ণ এলাকার মানুষজনকে। এই জলপথ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকার কারণে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে এলাকার মানুষ ভুটভুটির মাধ্যমে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন বেহালা অবস্থায় থাকলেও মেরামতির উদ্যোগ নেয়নি প্রশাসন। জলপথে চলাচল ভেসেলটিও খারাপ হয়ে আছে। যার কারণে একটি অস্থায়ী যেটির মাধ্যমে ভুটভুটি নৌকাতে ঝুঁকি নিয়ে যথাযথ করছে কয়েক হাজার মানুষ। এই অব্যবস্থাকে কটাক্ষ করেছে খেজুরির বিধায়ক শান্তনু প্রামানিক। তিনি জানিয়েছেন সরকার কোন উদ্যোগ নিচ্ছে না। যার কারণে বেহাল হয়ে পড়ে আছে এবং ঝুঁকি নিয়ে মানুষ নদী পারাপার হচ্ছে। তিনি দাবি জানিয়েছেন অবিলম্বে এই জেটি মেরামত করে ভেসেল চালু করা হোক।
স্থানীয় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা বলেন নির্বাচনের বিধির কারণে এই কাজ শুরু করা যায়নি। শীঘ্রই কাজ শুরু হবে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন এটি জেলা পরিষদের কাজ নয়। এটি রাজ্য পরিবহন দপ্তরের কাজ। সেই কারণে দীর্ঘদিন আগে পরিবহন দপ্তরকে জানানো হয়েছে। যতদূর খবর আছে পরিবহন দপ্তর এই কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।নির্বাচনী বিধি লাগুর কারণে তিন মাস কোন কাজ করা যায়নি। তিনি আশা প্রকাশ করেছেন শীঘ্রই কাজ শুরু হবে এবং মানুষের দুর্ভোগের অবসান হবে। স্থানীয় মানুষের অভিযোগ এই দুর্ভোগ কতদিন চলবে তা তাদের জানা নেই। স্থানীয় মানুষের আরো দাবি স্থায়ী সেতু নির্মাণ করার।