জঙ্গল থেকে এক পরিচারিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বৈঁচা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে ওই গ্রামের শৈবাল মাইতির বাড়িতে দীর্ঘদিন পরিচারিকা হিসাবে কাজ করছিলেন কাজল রানী সিংহ (৬০)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে তাকে না পাওয়া গেলে শৈবাল বাবুর পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যার সময় বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলে গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারপর জানাজানি হলে প্রতিবেশীরা জড়ো হয়।
তড়িঘড়ি তাকে ফাঁসি থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে দীর্ঘদিন রোগে ভোগার ফলে মানসিক অবসাদ হয়ে পড়েছিল। সেই কারণে আত্মঘাতী হতে পারে বলে অনুমান। এই মৃত্যুকে ঘিরে স্থানীয় এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে।