সমুদ্রে প্রমোদ ভ্রমণের মাধ্যমে পর্যটকদের গোয়ার স্বাদ দিতে তৎপর দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদ আধিকারিক তথা কাঁথি মহাকুমা শাসক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন প্রমোদতরী এমভি নিবেদিতা এর ফিটনেস শংসাপত্র হাতে এলেই যাত্রা শুরু হবে। যতদূর সম্ভব জুলাই মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এই তরীর যাত্রা শুরু হবে। কথা ছিল ২০২৩ সালে এই প্রমোদতরী চালু হওয়ার। পরিকাঠামো ঠিকঠাক ছিল না বলে এই প্রকল্পের কাজ শুরু করা যায়নি। নয় কালী মন্দির প্রাঙ্গণ থেকে প্লাটুন জটিল মাধ্যমে যাত্রা শুরু হবে।কার জন্য ছাই ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে।
চম্পাই নদীর মোহনায় প্রমোদতরীর নোংগর করা হবে। এই তরী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে। উল্লেখ্য এখন দীঘা পর্যটনকেন্দ্রে মানুষের এখন সব দিনই পর্যটক থাকেন। যার কারণে এই তরীতে গান বাজনা এবং খাওয়া-দাওয়ার জন্য রেস্টুরেন্ট থাকবে। এছাড়াও বিনোদনমূলক একাধিক বিষয় রাখার পরিকল্পনা করা হয়েছে।