প্রদীপ কুমার সিংহ:-আসন্ন বকরি ঈদ উপলক্ষে বারুইপুর থানায় একটি আলোচনা সভা হলো বৃহস্পতিবার সকালে। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের আধিকারিক বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায়চৌধুরী, উপ পৌর পিতা গৌতম দাস, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর আশীষ দেবনাথ, বিকাশ দত্ত, মোজাফফর আহমেদ সহ বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী,বারুইপুরে বেশ কয়েকটি মসজিদে ইমাম সহ
বিশিষ্ট ব্যক্তিগণ। এই ঈদ উপলক্ষে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেকটি বক্তা বক্তব্য রেখেছেন।
বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস বলেন ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন আসন্ন যে ঈদ আসছে সেটি হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষের বকরি ঈদ বলা হয়। এই ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় গরুর,মোষ ইত্যাদি কুরবানী করা হয়। কুরবানীর সময় যেন কোন হিন্দু ঘরের ছেলেমেয়েরা না থাকে।যেখানে কুরবানী করা হবে সেই জায়গাটায় ঘিরতে হবে কাপড় দিয়ে বা প্লাস্টিক দিয়ে। যাতে কোন অন্য সম্প্রদায় মানুষ না দেখতে পায়। এবং যে জায়গাটা কুরবানী করা হবে তা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিতে হবে। মাংস নিয়ে যাওয়ার সময় কোথাও কোনো রাস্তা রক্ত পরে না থাকে যেন। কোথাও যদি কোন গন্ডগোল হয় তাহলে আইন নিজে হাতে তুলে নেবেন না। সঙ্গে সঙ্গে থানার পুলিশকে খবর দিতে হবে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যবস্থা নেবে । যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেবেন না। সব ধর্মের মানুষ যেন সহযোগিতা করে। এসডিপিও ও থানার আধিকারীকে ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। কোনভাবেই যেন কুরবানির কোন জিনিস সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে না ছড়ায়। তাহলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত একশন নেওয়া হবে। এতে কারোর ইম্বুলেন্সে কাজ করবে না। ঈদ যাতে মানুষের ভালো কাটে সেই জন্যই আমরা বদ্ধপরিকর।