প্রদীপ কুমার সিংহ :- এক ব্যক্তি রেললাইন বেড়াতে গিয়ে খোয়ালো পা! ট্রেনের চাকায় তার ডান পায়ের গোড়ালি থেকে টুকরো হয়ে যায়। পায়ের পাতা একদিকে পায়ের কাটা অংশ আরেকদিকে।
আহত ব্যক্তির নাম পবন হালদার। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বকুলতলা থানা অন্তর্গত শাপলা এলাকায়।
আহত পবনের দাদা সাংবাদিককে বলেন তার ভাই তিন দিন ধরে বাড়িতে যায়নি। হঠাৎ বুধবার দুপুরবেলায় তার বাড়িতে খবর যায় পবনের পা ট্রেনে কেটে গেছে। ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর লাইনে সূর্যপুর স্টেশনের কাছে।
যদিও পবন সেই অবস্থায় অটো স্ট্যান্ড পর্যন্ত যায়। স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পেলে পুলিশে খবর দেয়। তাকে নিয়ে বারুইপুর হাসপাতালে এসেছে পুলিশ। পবনের ডান পায়ের গোড়ালি থেকে বাদ চলে গেছে। পুলিশ বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা করে চিত্তরঞ্জন মেডিকেল হাসপাতালে রেফার করে। পবন বিবাহিত। সে দিনমজুরের কাজ করত। খবর পেয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে জিআরপি পুলিশ ও রাজ্য পুলিশ আসে।
সুত্রের খবর পরে বারুইপুর স্টেশনের রেল পুলিশের পক্ষ থেকে পবনের ডান পায়ে অবশিষ্ট কাটা অংশটি উদ্ধার করে।