দীঘায় বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে গেল স্কুল পড়ুয়া। আজ শুক্রবার সকাল ৯ টা নাগাদ ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে স্নান করতে নেমেছিল সপরিবারে। দুই ভাই সমুদ্রের তলিয়ে যাওয়ার সময় নুলিয়া এবং বিপর্যয় মোকাবেলা দল একজনকে উদ্ধার করতে পারলেও অপরজন শুভজিৎ দে (১৫)সমুদ্রে তলিয়ে যায়। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে দীঘা বেড়াতে এসেছিল শমিক দে এর পরিবার। শুক্রবার সকালে তারা জগন্নাথ ঘাটে স্নান করতে নামে। শুভজিৎ ও বিশ্বজিৎ দুই ভাই স্নান করতে করতে শুভজিৎ কে তলিয়ে যেতে দেখে বিশ্বজিৎ উদ্ধার করতে যায়।
সেও তলিয়ে যাচ্ছে দেখে নুলিয়ারা জলে ঝাঁপ দেয়। বিশ্বজিৎ কে উদ্ধার করতে পারলেও শুভজিৎ কে উদ্ধার করতে পারেনি। উদ্ধার কাজে নেমেছে পুলিশ নুলিয়া ও বিপর্যয় মোকাবেলা দল। এই ঘটনায় দে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বিপর্যয় মোকাবেলা দলের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তাল তার কারণে পড়ুয়ারা তলিয়ে যায়। চেষ্টা করেও একজনকে উদ্ধার করা যায়নি। তার খোঁজও মেলেনি।