Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকাত দলকে গ্রেপ্তার করলো এগরা থানার পুলিশ

পক্ষকাল ব্যাপী নিরন্তর অভিযান চালিয়ে অবশেষে উড়িষ্যার ভোগরাই থানা এলাকা থেকে পাঁচজনের ডাকাত দলকে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য অর্জন করলো এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত ২৮ মে গভীর রাতে এগরা থানা এলাকার ছোট রসুলপুর গ্রামের এক গৃহস্থ পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাত দল মুখে কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরিবারের লোকজনকে মারধর করে সোনার গহনা, নগদ অর্থ সহ পরিবারের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরের দিন পরিবারের পক্ষ থেকে এগরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। এই ঘটনায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার উড়িষ্যার ভোগরাই থানা এলাকায় উড়িষ্যা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করে। ধুতরা হল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার সাস্বতমাল এলাকার বাসিন্দা সেক আইসান হোসেন, মারিশদা থানার হুড়কুচিয়া গ্রামের বাসিন্দা শেখ নবিউল ইসলাম,পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের  বেনাচিতি থানার কানকষা এলাকার বাসিন্দা আজাদ আলী সাহা, দুর্গাপুর থানা এলাকার বাসিন্দা সুনীল সাহা, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকার বাসিন্দা আকাশ ওয়ার উদ্দিন। ধৃতদের আজ শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামির নাম মঞ্জুর করে জেলা হাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে এই ডাকাত দলের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা অনুসন্ধান করছে। পুলিশের এই বড়সড় সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন এলাকার মানুষ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read