Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জলসঙ্কট সমাধানের পাঁশকুড়া পৌরসভায় ‘বস্তি উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি

পাঁশকুড়া পৌরসভা এলাকায় তীব্র পানীয় জলসঙ্কট সমস্যা সমাধানের দাবীতে পাঁশকুড়া পৌরসভা অফিসে আজ ‘বস্তি উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয় বস্তিবাসীরা।

নারান্দা ওভারহেড ট্যাাঙ্ক থেকে যে জল ১নং,২নং,৩নং ও ৫ নং ওয়ার্ডে সরবরাহ করা হতো, তা প্রায় এক মাস যাবৎ বন্ধ রাখা হয়েছে। এর ফলে এলাকায় তীব্র পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। বিশেষ করে মেদিনীপুর ক্যানেলের উভয় পার্শ্বে যে সকল গরীব মানুষ বসবাস করেন – যাদের নিত্যদিন মজুরীর কাজ করে সংসার চলে, তাদের নির্দিষ্ট সময়ে জল না পাওয়ার ফলে এই গরমে সঙ্কট অত্যন্ত ভয়াবহ আকার ধারন করেছে। একাধিকবার পৌরসভায় জানানো সত্বেও তার কোন সমাধান হয়নি। ফলস্বরূপ প্রায় দুই শতাধিক মহিলা সহ বস্তবাসী ও পৌর নাগরিকেরা পাঁশকুড়া পৌরসভা অফিসে বিক্ষোভ দেখান ও চেয়ারম্যানকে ডেপুটেশন দেন। কর্মসূচীতে নেতৃত্ব দেন কমিটির সম্পাদক কার্তিক বর্মন,দীপঙ্কর মাইতি,সিক্তা মাজী প্রমুখ। চেয়ারম্যান অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read