সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নীট এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলো কাঁথি ১ ব্লকের গিমাগেড়িয়া আল ফকিরা অ্যাকাডেমির আবাসিক ছাত্র শেখ মুক্তার মহম্মদ। সে ৭২০ নম্বরের পরীক্ষা দিয়ে ৬৬১ নম্বর পেয়ে ২০৩৩০ র্যাঙ্ক করেছে সর্বভারতীয় স্তরে। ক্যাটাগরি রাঙ্কে৮৯৬১ করেছে। এই সাফল্যে পরিবারের লোকেরা এবং একাডেমির শিক্ষক থেকে কর্মীবৃন্দ সকলেই উৎফুল্ল বলে জানিয়েছেন শিক্ষক সৈয়দ আহেয়া আলী। মুক্তার জানিয়েছে গিমাগেড়িয়া আল ফকিরা একাডেমিতে আবাসিক হিসেবে পড়াশোনা করলেও তার বাড়ি নন্দীগ্রাম ১ ব্লকের পার্বতীপুর গ্রামে। উচ্চ মাধ্যমিক পড়ার পাশাপাশি কলকাতার একটি কোচিং সেন্টার থেকে অনলাইন কোচিং নিয়েছিল।
শুধুমাত্র পরীক্ষা দিতে যেত ওই কোচিং সেন্টারে। দরিদ্র পরিবারের এই মেধাবী ছাত্র ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই সাফল্য আনতে পেরেছে বলে দাবি করেছে। তার জন্য একাডেমির শিক্ষক মহল তাকে পূর্ণ সহযোগিতা করেছেন। তার জন্য সেই কৃতজ্ঞ বলে জানিয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং কর্মী ও কর্তৃপক্ষ সকলেই তার সাফল্য কামনা করেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সকলে।