আগামী মাসের ৭ তারিখ রথযাত্রা।সেই সময়ে কি ভক্তদের জন্যে খুলে যাবে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় নির্মিয়মান জগন্নাথ মন্দির। রথযাত্রা উৎসবকে সামনে রেখে কি মন্দিরের উদ্বোধন হবে তা এখনও স্পষ্টভাবে জানায়নি জেলা প্রশাসন।
তবে দিঘার জগন্নাথ মন্দিরের পাশের রাস্তার দু’ধারে জবরদখল করে থাকা দোকানগুলিকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।মন্দিরের যেটুকু কাজ বাকি, তা তাড়াতাড়ি সম্পন্ন করতে মন্দির নির্মাণকারী সংস্থা হিডকো জোর কদমে কাজ শুরু করেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচারে এসে জানিয়েছিলেন, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ। ঠাকুর চলে এসেছে। ভোট পর্ব মিটে গেলেই ঘটা করে মন্দির উদ্বোধন করা হবে। ভোট পর্ব মিটতেই তাই জল্পনা বাড়ছে।
প্রশাসন সুত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে দিঘায় পৌঁছন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা। শুক্রবার সকাল থেকে দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের সভাগৃহে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজী ও হিডকোর প্রতিনিধিরা। দিঘা জগন্নাথ মন্দিরের দু’ধারে যে সমস্ত ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসা করছেন, তাঁদের ৪৮ ঘন্টার মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।