গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেফতার হল গৃহবধূর স্বামী,শ্বশুর ও শাশুড়ি। গত বুধবার খেজুরির ইজমালচকের এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হেঁড়িয়ার একটি হোটেলের কক্ষ থেকে। তারপর গৃহবধুর বাপের বাড়ির লোকেরা অভিযোগ করে গৃহবধূ প্রণতি মন্ডল কে খুন করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে খেজুরি থানার পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার খেজুরি থানার পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী জয় মন্ডল, শ্বশুর স্বপন কুমার মন্ডল, শাশুড়ি মঙ্গলা মন্ডল কে গ্রেফতার করে।
আজ শনিবার কাঁথি মহকুমা আদালতে ধৃতদের তোলা হয়। বিচারক তাদের জামির নামঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন। এই ঘটনায় এলাকায় চলছে জোর তোলপাড়। প্রশ্ন উঠেছে গৃহবধূ হোটেলে আত্মঘাতী হয়েছে নাকি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।
Author: ekhansangbad
Post Views: ৫২