Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘর ছাড়া বিজেপি কর্মীদের দেখতে এলেন সুকান্ত

প্রদীপ কুমার সিংহ :-  বিজেপির জেলা অফিসে কেন্দ্রীয় প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার ভোট পরবর্তী হিংসার আক্রান্ত বিজেপির কর্মীদের  সঙ্গে দেখা করতে এলেন বারুইপুরে।বারুইপুর  কেন্দ্রীয় প্রতি মন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রবিবার যাদবপুর জেলা বিজেপির কার্যালয় বারুইপুরে এলেন।ভোট পরবর্তী হিংসা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করছে তৃণমূলের কর্মী সমার্থক সর্বোচ্চ জায়গায় আক্রান্ত হচ্ছে বিজেপির কর্মীরা। ঘরছাড়া হচ্ছে বা ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে দখল করে নিচ্ছে বারবার অভিযোগ করেছেন বিজেপির নেতৃত্বরা।

সেই বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে তাদের পরিস্থিতি দেখতে বারুইপুর বিজেপির জেলা অফিসে এসে কর্মীদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বস্ত করেন। তাছাড়াও বিজেপির নেতা-নেত্রীদের রেশন বন্ধ, জলের লাইন কাটা হচ্ছে সে নিয়েও ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন নরেন্দ্র মোদি মানুষকে বিনামূল্যে  রেশন দিচ্ছে। সেই রেশন বন্ধ করা তৃণমূলের ক্ষমতা নেই। তাছাড়াও জলের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার আর মিথ্যা প্রতিশ্রুতি হিংসা রাজনৈতিক বাতাবরণ করছে জেলা জুড়ে। সুকান্ত মজুমদার বলেন যাদবপুর জেলা বিজেপির সাংগঠনিক বারুইপুরে প্রায় ২০০ থেকে ৩০০ জন ভোট পরবর্তী হিংসার শিকার হয়ে  ঘর ছাড়া বিজেপি নেতা ও কর্মীরা আশ্রয় নিয়েছে বারুইপুরের কার্যালয় । কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে আসতে পারে।


সাংবাদিকরা তাকে প্রশ্ন করে আগামী  রাজ্যের চারটি বিধানসভায় উপনির্বাচন হবে। সেই উপ নির্বাচনে কারা জিতবে, এই প্রশ্নের উত্তরে সুকান্ত বাবু বলেন আমরা তিনটিতে জিতে আছি আর একটাতেই জিতবো আমরাই। তবে এই চারটি বিধানসভাতে এখনো প্রার্থী ঠিক করে উঠতে পারেনি বিজেপি পাটির পক্ষ থেকে,সেই প্রশ্নের উত্তরে বলেন প্রার্থীরা এখানে কোন ফ্যাক্টর নয়। সিম্বল পদ্ম ফুল দেখেই মানুষ ভোট দেবে। প্রার্থী আমরা কয়েকদিনের মধ্যে ঠিক করে নেব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read